আমায় তুমি দেখাই ছিলে ,,,,সুখের ও স্বপন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। র্সাথের টানে পর করিলে ,,,ভাংলে শুধু মন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। রাখবো কতো অন্তর জ্বালা,,,,আমারি বুকে তোরি জন্য বইছে নদী,,,আমার দুটি চোখে।। তোমার সুখের জীবন,,,পুরছে মন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। সরল মনে দিলে তুমি,,,,নিঠুও জ্বালা প্রেমের দামে পেলাম আমি,,,কষ্টেরি মালা ।। ভালোবাসার কি বেদনা,,,কান্দে শুধু মন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। এই জনমে চেয়ে ছিলাম,,,আমি যে তোরে একটা তীরের বিষে মারলে,,,বন্ধু তিলে তিলে।। তোর কারনে পাগল খোকনের ,,,,কষ্টের এ জীবন হইলোনা বাধা তাই ,,,, আমার সুখের ও ভুবন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।।
Monday, March 10, 2025
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment