আমারে তুই প্রেম শিকায়া,,,,,চলে যাবি যানতাম না
মনের মানুষ ছিলি রে তুই,,,,,বেইমান হবি বুঝলাম না ।ঐ
নয়ন ভরে আখতাম ছবি,,,,,আমি বন্ধু তোমার
মায়ার পাখি চলে যাবি,,,,ভাবি নাইতো আমি আর ।।ঐ
পাখির জন্য শুধু কাদি,,,,ফিরে আর আসে না
মনের মানুষ ছিলি তুই যে,,,,,বেইমান হবি বুঝলাম না ।।ঐ
দুই নয়নে কতো স্মৃতি,,,,ভাসে শুধু বারে বার
ভাবাসার মানুষ তুমি,,,,,দুঃখ দেবে কতো আর।।ঐ
সেতো এখন আনেক দুরে,,,,,আমার মনটা বুঝলো না
মনের মানুষ ছিলি তুই যে,,,,,,বেইমান হবি বুঝলাম না ।।ঐ
মনটা যে তার এতো কঠোর,,,,,জানতাম না এই জীবনে
আঘাতের পর আঘাত আমি,,,,,সইবো কতো নিরবে।।ঐ
পাগল খোকন তাই তো বলে,,,,,প্রেম করবো না জীবনে
মনের মানুষ ছিলি তুই যে,,,,,,বেইমান হবি বুঝলাম না ।।
0 comments:
Post a Comment