মাইয়ারে তুই বড় বেইমান
কেমনে হইলিরে পাশান
তোর কারনে এখন আমি পথে পথে ঘুরি
তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না জানি।আমি ।।ঐ
তুই যে ছিলি ওরে বেইমান ,,,পরানের ও পাখি
ফাঁকি দিয়া চইলা যাবি,,,আগে তো না জানি ।।ঐ
তুই যে বেইমান ওরে মাইয়া,,,কেমনে ভুইলা থাকি
তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না জানি ।।ঐ
তুই স্বার্থের লোভে ভুইলা গেলি,,,ওরে বেইমান রে
মিথ্যা কথা কইয়া মাইয়া,,,মারলি তীর এই বুকে।।ঐ
বুকের ক্ষত লইয়া আমি,,,পথে পথে ঘুরি
তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না।আমি(২)
আমি ভালো বাইসা আপন ভাইবা,,,জায়গা দিলাম বুকে
কষ্ট দিয়ে চইলা গেলি,,,ভাবলি না বেইমান রে ।।ঐ
স্বার্থের লোভে এই খোকন রে,,,পর করিলি কেমনে
তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না জানি ।।ঐ
0 comments:
Post a Comment