Tuesday, January 14, 2025

আগুন পানি বাতাস মাটি


 

আগুন পানি বাতাস মাটি,,,নিজো রুপে হইলো খাঁটি

মানব দেহ হইলো আকার,,,তার ভীতর দমের প্রকাশ ।।ঐ

 

জাতি নুরে ছিফাত হইলো,,,দমের পাখি রং ধরিলো

দমে দমে একা রইলো,,,দেহে পাখি কই লুকাইলো ।।ঐ

চাইলে আবার যায়না ধরা,,,নাই দেহে কোন আধার

মানব রুপে হইলো আকার,,,তার ভিতরে দমের প্রকাশ ।।ঐ

 

কোন রংতে পাখির প্রকাশ,,,দেহ খাচায় করছে বাস

আবার পাখি পাইলে আবাস,,,সাজে সেতো কতোই সাজ ।।ঐ

পাখি যে দিন যাইবে প্রবাস,,,দেহ খাঁচা হইবে লাশ

মানব রুপে হইলো আকার,,,তার ভিতরে দমের প্রকাশ ।।ঐ

 

পাখির রঙ্গে রং ধরিলে,,,দেহ খাঁচা যায় না খোয়ে

দেখলাম কতো যগত জুরে,,,অলি আউলিয়ার দেহ ভবে ।।ঐ

পাগল খোকন পাখির খোঁজে,,,দয়াল রউফ নামে রইলো আধার

মানব দেহ হইলো আকার,,,তার ভীতর দমের প্রকাশ ।।ঐ

0 comments:

Post a Comment