জীবন ভরে পেলাম আমি,,,,দুঃখ বেদনা
ভালোবেসে সুখি হতে,,,,আমায় দিলে না।। ঐ
তোমার প্রেমে ছিলো বন্ধু,,,,কি নিঠুর ছলোনা ।। ঐ
তোমার দেয়া কষ্ট গুলি,,,,ভুলতে পারি না
ভালোবেসে দিয়ে গেলে,,,,কঠিন যন্তোনা।। ঐ
মনের মাঝে ছিলে তুমি,,,,তবে কেন লানচোনা
তোমার প্রেমে ছিলো বন্ধু,,,,কি নিঠুর ছলোনা ।। ঐ
এতো কষ্ট দিলে আমায়,,,,কেনো বলো না
নিঠুর মনের ভালোবাসা,,,,আমি পেলাম না।। ঐ
তুমি ছিলে ছলনা মহি,,,আমার জানাতো ছিলো না
তোমার প্রেমে ছিলো বন্ধু,,,,কি নিঠুর ছলোনা ।। ঐ
আন্তর মাঝে সৃতি গুলো,,,ভোলা যাবে না
কথা দিয়ে ছিলে তুমি,,,আমায় ভুলেবে না।। ঐ
পাগল খোকন এই জীবনে,,,পাইলাম শুধুই বেদনা
তোমার প্রেমে ছিলো বন্ধু,,,,কি নিঠুর ছলোনা ।। ঐ
0 comments:
Post a Comment