Thursday, January 16, 2025

মায়ার পাখি পরে করিবে আমায় এইনা ভবের তরে


মায়ার পাখি পরে করিবে,,,,আমায় এইনা ভবের তরে

পাখি আমায় পর করিলে,,,,,সে দিন যাবো মাটির ঘরে ।।ঐ

 

দধি দুগ্ধ মাখন খেয়ে,,,পুষি পাখি যত্ন করে

আপন ভাবি পাখি টারে,,,,সদাই যাবে অন্তঃপুরে ।।ঐ

শিকল ছিরে উরে গেলে,,,,এক বার চাইবে না ফিরে

পাখি আমায় পর করিলে,,,,,সে দিন রবো মাটির ঘরে ।।ঐ

 

যত্ন করে পুষলাম তারে,,,,থাকতে চায়না মন পিন্জরে

এই দুনিয়া মোহে পরে,,,,পাখির সাথে প্রেম না হলে ।।ঐ

সদাই হয়না প্রানের পাখি,,,,জন্মের মতো আসবে নারে

পাখি আমায় পর করিলে,,,,,সে দিন রবো মাটির ঘরে ।।ঐ

 

আসবো কি আর ভবের দেশে,,,,আছি যে মায়ার বেশে

পাগল খোকন যাবে মরে,,,,দয়াল রউফ নামটি ধরে ।।ঐ

পাড়া পরসি দেখবে এসে,,,,কাদবে তারা আমায় দেখে

পাখি আমায় পর করিলে,,,,,সে দিন রবো মাটির ঘরে ।।ঐ


0 comments:

Post a Comment