সাথী রে,,,ভাঙ্গলি যে অন্তর
কি ক্ষতি,,,কইরা আমায় পর।।ঐ
এই জনমে এখন আমি,,,নয়ন জলে ভাসি
কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
ও তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
পরান ভরে ভালোবেসে ,, কতো আমি কাদি
তুই যে বন্ধু ছিলি আমার,,,প্রনের ময়না পাখি।। ঐ
ভালোবাসার অপরাধে,,,ঝরে আজও আখি
কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
ও তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
ভালোবাসার আগুন আজও,,,,জ্বলছে আমার বুকে
চিরো দুক্ষি করে আমায়,,,আছো তুমি সুখে ।। ঐ
মিছে আশায় ঘুরে ঘুরে,,দুই চোখ এখন নদী
কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
ও তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।ঐ
পাগল বেসে ঘুরবো কতো,,,তোরে ভালোবেসে
কি দোষেতে ভুলে গেলি,,,আমার মনটা ভেঙ্গে ।। ঐ
সুখের আশায় পাগল খোকন,,,মরনের দিন গুনি
কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
ও তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।। ঐ
0 comments:
Post a Comment