দমের পাখি চলে যাবে,,,থাকবে নারে দেহে
ভেবে দেখো ওরে মন তুমি,,,,কি করলা এই ভবে ।।ঐ
সারা জীবন পুসলাম পাখি,,,,এই দেহে পিন্জরে
এক দিন পাখি উরে যাবে,,,এ দেহের মায়া ভুলে।।ঐ
সদা সত্য চলিস রে মন,,,,,থাকিষ সরল পথে
ভেবে দেখো ওরে মন তুমি,,,,কি করলা এই ভবে ।।ঐ
ভাবের মাঝে আছে আমার ,,,,পাখি রিদয় জুরে
মহো মায়ায় মেতে আছি,,,নিতী বাক্কো ভুলে ।।ঐ
হিসাব দিবি কিসে রে মন,,,ওই না হাসরে
ভেবে দেখো ওরে মন তুমি,,,,কি করলা এই ভবে ।।ঐ
প্রানের পাখি পর করিলে,,,আমার সবি রবে পরে
দালান কোটা গরে তবে,,,বলো কি করবো এই ভবে ।।ঐ
পাগল খোকন চলে উল্টা পথে,,,,লোক সমাজে তাই বলে
ভেবে দেখো ওরে মন তুমি,,,,কি করলা এই ভবে ।।ঐ
0 comments:
Post a Comment