Tuesday, January 23, 2024

পোষা পাখি কতো ডাকি শুনে নারে যায়সে উরি

 

পোষা পাখি কতো ডাকি,,,শুনে নারে যায়সে উরি

শূন্য দেহে পরে আছি,,,আসে নারে প্রানের পাখি।।

 

হবে যে দিন পরের পাখি,,, দিবে আমায় ফাকি

শূন্য খাচা পইরা থাকি,,,সবাই করবে কান্না কাটি।।

মিছে মায়ায় ডুবে আছি,,,,কেন করলি পরের খতি

শূন্য দেহে পরে আছি,,,আসে নারে প্রানের পাখি।।

 

যাবে যে দিন জংলার পাখি,,,,ঝারের বাশ আনবে কাটি

চার বেহারার পালকি চড়ি,,,,নিবে আমায় আপন বাড়ি।।

জাদের আমি আপন ভাবি,,,,তারাই দিবে বিদাই করি

শূন্য দেহে পরে আছি,,,আসে নারে প্রানের পাখি।।

 

আমার আমি নইসে ভবে,,,ক দিন পরে ভুলে যাবে

পাগল খোকন পাখি টারে,,,সাজায় তবু মন বাসরে।।

দয়াল রউফ নামটি ধরি,,,দিও মোরে চরন ধুলি

শূন্য দেহে পরে আছি,,,আসে নারে প্রানের পাখি।।


0 comments:

Post a Comment