কাদাইলে অবিরতো,,,ব্যাথা দিলে আমায় কতো ।।ঐ
ভালোবেসে পর করিলা,,,আমার না হলে
হলে না হলে না কি দোসে,,,আমারে কষ্ট গো দিলে ।।ঐ
ভালোবেসে চিরো দুখি,,,,ভাংলে কেনো মনো প্রান
তোর ভালোবেসেছি বলে,,,রিদয় ভেঙ্গে খানো ও খান ।।ঐ
জ্বলছে আগুন অবিরতো,,,,ডেলে পানি নিভে নাতো ।ঐ
কোন অপরাধে আমি কাদি ,,,,ঝরছে আখি অঝরে
হলে না কি দোসে ,,,,, আমারে কষ্ট গো দিলে
ভালোবাসা অপরাধে,,,,হলাম আমি দোসি
তোর প্রেমে পাগল বলে,,,,এখন আমি শুধু কাদি ।।ঐ
দিয়ে গেছো কতো বেদনা,,,ছিলো তোর মনেতে বল ।।ঐ
কোন সুখের আশায় তুমি,,,,,আমায় এতো কান্দালে
হলে না কি দোসে ,,,,, আমারে কষ্ট গো দিলে ।।ঐ
তুরি জন্য জ্বলছে আগুন,,,,বুকে ধিকে ধিকে
কি যে কষ্ট আমায় দিলে,,,,আছি আমি দুঃখে ।ঐ
পাগল খোকন তোরি প্রেমে,,,পেয়েছে কি বেদনা।।ঐ
ছলো নারি ভালোবাসায় ,,,,মন নিয়ে ছিলে
হলে না কি দোসে ,,,,আমারে কষ্ট গো দিলে ।।ঐ
0 comments:
Post a Comment