Tuesday, March 11, 2025

কষ্ট পাইলাম ভালোরে বেসে

 


কষ্ট পাইলাম ভালোরে বেসে,,,,থেকো তবু সুখে

জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ

 

অন্তরে আকা তোমার ছবি,,,ভাংলে সিমা রেখা

দিলে সুদু কাটার জ্বারা,,,ভুলি কেমনে ব্যাথা ।।ঐ

ভেবোনা আর আমার কথা,,,,থাকি যতোই দুরে

জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ

 

ভাসি যতো নয়ন জ্বলে ,,,এইনা জীবন বেলা

কাটলো জীবন আধার ঘরে,,,,আরে কষ্টের মেলা ।।ঐ

চিরো সুখে থেকো তুমি,,,, গিয়েছো যখন ভুলে

জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ

 

নিল আকাশে সাধা মেঘে,,,,,করে কতো খেলা

বন্ধু বিনে পাগল খোকনের,,,হইলো মরন জ্বালা ।।ঐ

দেখে যেও বিদাই বেলা,,,,তোমার নয়ন ভরে

জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ

Monday, March 10, 2025

ভালবেসে বাধবো ঘড়


 আমায় তুমি দেখাই ছিলে ,,,,সুখের ও স্বপন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। র্সাথের টানে পর করিলে ,,,ভাংলে শুধু মন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। রাখবো কতো অন্তর জ্বালা,,,,আমারি বুকে তোরি জন্য বইছে নদী,,,আমার দুটি চোখে।। তোমার সুখের জীবন,,,পুরছে মন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। সরল মনে দিলে তুমি,,,,নিঠুও জ্বালা প্রেমের দামে পেলাম আমি,,,কষ্টেরি মালা ।। ভালোবাসার কি বেদনা,,,কান্দে শুধু মন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।। এই জনমে চেয়ে ছিলাম,,,আমি যে তোরে একটা তীরের বিষে মারলে,,,বন্ধু তিলে তিলে।। তোর কারনে পাগল খোকনের ,,,,কষ্টের এ জীবন হইলোনা বাধা তাই ,,,, আমার সুখের ও ভুবন ভালবেসে বাধবো ঘড় ,,,,আমরা দু জন।।

Sunday, January 19, 2025

মাইয়ারে তুই বড় বেইমান

 


মাইয়ারে তুই বড় বেইমান

কেমনে হইলিরে পাশান

তোর কারনে এখন আমি পথে পথে ঘুরি

তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না জানি।আমি ।।ঐ

 

তুই যে ছিলি ওরে বেইমান ,,,পরানের পাখি

ফাঁকি দিয়া চইলা যাবি,,,আগে তো না জানি ।।ঐ

তুই যে বেইমান ওরে মাইয়া,,,কেমনে ভুইলা থাকি

তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না জানি ।।ঐ

 

তুই স্বার্থের লোভে ভুইলা গেলি,,,ওরে বেইমান রে

মিথ্যা কথা কইয়া মাইয়া,,,মারলি তীর এই বুকে।।ঐ

বুকের ক্ষত লইয়া আমি,,,পথে পথে ঘুরি

তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না।আমি()

 

আমি ভালো বাইসা আপন ভাইবা,,,জায়গা দিলাম বুকে

কষ্ট দিয়ে চইলা গেলি,,,ভাবলি না বেইমান রে ।।ঐ

স্বার্থের লোভে এই খোকন রে,,,পর করিলি কেমনে

তুই যে মাইয়া এত বেইমান,,,আগে তো না জানি ।।ঐ