কষ্ট পাইলাম ভালোরে বেসে,,,,থেকো তবু সুখে
জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ
অন্তরে আকা তোমার ছবি,,,ভাংলে সিমা রেখা
দিলে সুদু কাটার জ্বারা,,,ভুলি কেমনে ব্যাথা ।।ঐ
ভেবোনা আর আমার কথা,,,,থাকি যতোই দুরে
জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ
ভাসি যতো নয়ন জ্বলে ,,,এইনা জীবন বেলা
কাটলো জীবন আধার ঘরে,,,,আরে কষ্টের মেলা ।।ঐ
চিরো সুখে থেকো তুমি,,,, গিয়েছো যখন ভুলে
জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ
নিল আকাশে সাধা মেঘে,,,,,করে কতো খেলা
বন্ধু বিনে পাগল খোকনের,,,হইলো মরন জ্বালা ।।ঐ
দেখে যেও বিদাই বেলা,,,,তোমার নয়ন ভরে
জ্বলছে আগুন আমার বুকে,,,, নষ্ট বলুক লোকে ।।ঐ