Saturday, January 18, 2025

তোর কারনে এখন বন্ধু বেইমান টারে চিনি

 


কেনো রে,,,করলি আমায় পর

কি দোষে,,,,ভাংলো রে অন্তর ।।

তোর কারনে এখন আমি,,,জ্বলে পুরে মরি

তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি

আমি তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।ঐ

 

আমার এই জীবনে শুধু তোরে,,,,কতো ভালোবাসি

তুই যে ছিলি আমার বন্ধু,,,,পরানের পাখি ।।ঐ

তোরে ভালো বাসি বলে,,,,আমায় দিলি ফাকি

তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।ঐ

 

তোরে ভালো বেসে এখন,,,,মরি ধুকে ধুকে

বুঝি নাই রে কোন অপরাধে,,,,মারলি তীর এই বুকে ।।ঐ

বুকের খতো নিয়ে আমি,,,,বিষের জ্বালায় মরি

তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।ঐ

 

ভালোবাসার অপরাধে,,,,ঘুরি পাগল বেসে

মন না জেনে করে পিরিত,,,,জ্বলছে আগুন বুকে ।।

তোর আশাতে পাগল খোকন,,,,কতো দিন যে গুনি

তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।

কোন কারনে ওরে বন্ধু করলি রে বেইমানি

 


সাথী রে,,,ভাঙ্গলি যে অন্তর

কি ক্ষতি,,,কইরা আমায় পর।।ঐ

এই জনমে এখন আমি,,,নয়ন জলে ভাসি

কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।

তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।

 

পরান ভরে ভালোবেসে ,, কতো আমি কাদি

তুই যে বন্ধু ছিলি আমার,,,প্রনের ময়না পাখি।।

ভালোবাসার অপরাধে,,,ঝরে আজও আখি

কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।

তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।

 

ভালোবাসার আগুন আজও,,,,জ্বলছে আমার বুকে

চিরো দুক্ষি করে আমায়,,,আছো তুমি সুখে ।।

মিছে আশায় ঘুরে ঘুরে,,দুই চোখ এখন নদী

কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।

তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।ঐ

 

পাগল বেসে ঘুরবো কতো,,,তোরে ভালোবেসে

কি দোষেতে ভুলে গেলি,,,আমার মনটা ভেঙ্গে ।।

সুখের আশায় পাগল খোকন,,,মরনের দিন গুনি

কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।

তুই কোন কারনে ওরে বন্ধু,,,করলি রে বেইমানি ।।