কেনো রে,,,করলি আমায় পর
কি দোষে,,,,ভাংলো রে অন্তর ।। ঐ
তোর কারনে এখন আমি,,,জ্বলে পুরে মরি
তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি
আমি তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।ঐ
আমার এই জীবনে শুধু তোরে,,,,কতো ভালোবাসি
তুই যে ছিলি আমার বন্ধু,,,,পরানের ও পাখি ।।ঐ
তোরে ভালো বাসি বলে,,,,আমায় দিলি ফাকি
তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।ঐ
তোরে ভালো বেসে এখন,,,,মরি ধুকে ধুকে
বুঝি নাই রে কোন অপরাধে,,,,মারলি তীর এই বুকে ।।ঐ
বুকের খতো নিয়ে আমি,,,,বিষের জ্বালায় মরি
তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।।ঐ
ভালোবাসার অপরাধে,,,,ঘুরি পাগল বেসে
মন না জেনে করে পিরিত,,,,জ্বলছে আগুন বুকে ।। ঐ
তোর আশাতে পাগল খোকন,,,,কতো দিন যে গুনি
তোর কারনে এখন বন্ধু,,,,বেইমান টারে চিনি ।। ঐ