পাগল মনে প্রেম শিখাইয়া,,,করলে তুমি ছলোনা
চোখে বইছে কষ্টের নদী,,,তোমায় ভুলতে পারি না ।ঐ
প্রেম করিয়া কষ্ট পাইলাম,,,বন্ধু তোমার কারনে
ভালোবেসে সুখ হইলো না,,,তুমি আমার বিহনে ।।ঐ
ভুলে গেছো আমায় তুমি,,,দিয়ে কতো বেদনা
চোখে বইছে কষ্টের নদী,,,,,তোমায় ভুলতে পারি না ।।ঐ
এই জনমে চেয়ে ছিলাম,,,বন্ধু শুধুই তোমারে
সার্থের টানে পর করিলে,,,আমায় এই ভুবনে ।।ঐ
যথো ব্যাথা আমার বুকে,,,তুমি তো আর ভাবনা
চোখে বইছে কষ্টের নদী,,,তোমায় ভুলতে পারি না ।।ঐ
আঘাতের পর আঘাত আমায়,,,দিয়ে এই জীবনে
মনো প্রাণ দিয়ে তোরে,,,দুঃখই শুধু অন্তরে ।।ঐ
তাইতো এখন পাগল খোকন,,,রউফ নামের দিওয়া না
চোখে বইছে কষ্টের নদী,,,তোমায় ভুলতে পারি না ।।ঐ
0 comments:
Post a Comment