কি যে কঠিন বন্ধু তুমি,,,,সরল মনটা বুঝলে না
যানলে আগে মন সফিয়ে,,,,কষ্ট পাইতাম না ।।
তোরে আমি আপন ভেবে,,,,সাজাই মনের সাজে
কি কারনে ব্যাথা দিলে,,,তোমার মনের মতো করে।।
কি যে পাষান বন্ধু তুমি,,,,সরল মনটা বুঝলে না।।
তোরি কথা মনে হলে,,,,এখন ভাসি নয়ন জলে
হইলানা গো মোর জীবনে,,,কোন সার্থেরি করনে ।।
কি যে পরান বন্ধু তুমি,,,,সরল মনটা বুঝলে না।।
যতোই তুমি যাওনা দুরে,,,তোমার ছবি রিদয় মাঝে
পাগল খোকন কষ্ট পেয়ে,,,দয়াল রউফ নামে মজে ।।
কি যে কঠোর বন্ধু তুমি,,,,সরল মনটা বুঝলে না ।।
0 comments:
Post a Comment